লিপ ইয়ার বা অধিবর্ষ
Leap year:
১ ) লিপ ইয়ার হলে এক বিশেষ বছর, যে বছরে ফ্রেব্রুয়ারী মাসে ১ দিন বাড়িয়ে ২৮ দিনের বদলে ২৯ দিন করা হয়।
২) পৃথিবীর বার্ষিক গতি প্রায় 365 দিন 6 ঘন্টা। কিন্তু 365 দিন এক বছর ধরা হয়, তাই 6 ঘন্টা যে অতিরিক্ত থাকে তা 4 বছরে 24 ঘন্টা ধরে একদিন বাড়ানো হয়।
৩) লিপ ইয়ার বের করার নিয়ম:
সাধারনত কোনো সালকে 4 দিয়ে ভাগ করে, যদি বিভাজ্য হয়ে যায় তাহলে সেই সালকে লিপ ইয়ার বলা হয়।যেমন -১৯৩২ সাল লিপ ইয়ার কারন ১৯৩২ কে 4 দিয়ে ভাগ করলে বিভাজ্য হয়।
কিন্তু শতাব্দীর সাল গুলিকে 4 এর বদলে 400 দিয়ে ভাগ করা হয়।যেমন-১৯০০ সাল 4 দিয়ে ভাগ করলে বিভাজ্য হয় কিন্ত লিপ ইয়ার নয়।কারন 4 এর বদলে শতাব্দীর সালকে 400 দিয়ে ভাগ করে দেখতে হবে।
২০০০ সাল লিপ ইয়ার কারন এটি 400 দিয়ে বিভাজ্য হয়।
এবার দেখে নেওয়া যাক-কেনো 4 বা 400 দিয়ে ভাগ করা হয় লিপ ইয়ার বের করার ক্ষেত্রে
2 ঘন্টা 43 মিনিট 20 সেকেণ্ড সময় কে আবার হিসেবের মধ্যে আনার জন্য 3236 বছর পর 1 দিন কম করতে হবে।
Comments
Post a Comment